জামাল উদ্দিন স্বপন কুমিল্লা
কুমিল্লা জেলার লাকসাম হাসপাতালের সামনে ভাড়া বাসায় দুবাই প্রবাসীর স্ত্রীর বহুল আলোচিত আত্মহত্যার রহস্য উদঘাটনে হিমশিম খাচ্ছে পুলিশ।
৪ মাসের অন্তসত্তা এই সুন্দরী নারীর গর্ভের সন্তানের পিতা কে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। স্থানীয় বিএনপি নেতা বেলায়েত ও মঞ্জুর আলম ছাড়াও আরো দুই জন রয়েছে সন্দেহের তালিকায়।
গত ২৬ জুলাই ২০২২ রাত ৬টার দিকে বাতাখালীর বাসিন্দা সফিকুর রহমানে ছেলে মাকছুদুর রহমান ঢাকা বিমান বন্দরে নেমে স্ত্রীকে ফোন দেয়। স্বামীর আগমনের সংবাদ শুনেই স্ত্রী প্রিয়ংকা সিলিংফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা কর বলে ধারণা করা হচ্ছে।
লাকসাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে মামলা তদন্ত শুুরু করেছে।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে প্রবাসী মাকছুদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। স্বামীর অনুপস্থিতে ভাড়া বাসায় চিহ্নিত কয়েকজন বন্ধুর আনাগোনা জন্যই তাদের সম্পর্কের অবনতি হয় বলে জানা যায়।
জানাগেছে, বাতাখালী বাসিন্দা আবদুল মতিনের ছেলে বিদেশ প্রত্যাগত মঞ্জুর আলমের সাথে মাকছুদের চাচী ইউনসুফের বউয়ের সখ্যতার বিষয়টি এলাকায় বহুল আলোচিত। বউয়ের সাথে মঞ্জুর অতিরিক্ত মাখামাখির বিষয় জানাজানি হলে প্রবাস জীবনের সমাপ্তি টেনে ইউসুফ তৎক্ষনাত বিদেশ থেকে চলে আসে। এখম সে লাকসাম বাজারের বড় আলু ব্যাবসায়ী। আলোচিত এই মঞ্জুর সাথেও প্রিয়ংকার যোগাযোগ গুঞ্জন রয়েছে।
অপরদিকে বাতাখালীর মৃত আব্দুল লতিফ খলিফার পুত্র স্হানীয় ওয়্যার্ড বিএনপি সভাপতি বেলায়েত হোসেন এর যাতায়ত ছিল প্রিয়ংকার বাসায়। বেলায়েতের সাথে প্রিয়ংকার শ্বশুর শফিকুর রহমানের দহরম মহরম সম্পর্ক । যার সুত্রে ঐ বাসায় বেলায়েতের অবাধ যাতায়াত ছিলো।
উল্লেখ্য, বেলায়েত ও মঞ্জুর বিরুদ্ধে এলাকায় এ ধরনের অনৈতিক কাজের একাধিক গুঞ্জন রয়েছে।
বেলায়েত সাথে তার আপন ছোট ভাই প্রবাসী মোশাররফের স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তার স্ত্রী রানু গ্রামের মাতব্বদের কাছে বিচার দাবী করেন। যার কারনে সম্প্রতি মোশাররফের মায়ের মরা লাশ ভাবী রানু ও ভাইঝিদের দেখতে না দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ঐ সাময় রানুর চিল্লাচিল্লিতে গোমর ফাঁশ হয়ে যায়।
উল্লেখ্য, নিহত নাজমা আক্তার প্রিয়াংকার বাড়ী খুলনার বাগেরহাটে। তিনি হিন্দু ধর্মালম্বী ছিলেন। বাতাখালীর দুবাই প্রবাসী মাকছুদের সাথে ভালবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর তারা বিয়ে করেন। সাত বছর বয়সী একমাত্র কন্যা সন্তান নিয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন।
মঙ্গবার দুবাই থেকে নাজমার স্বামী মাকসুদ। সকালের মাকসুদের স্বজনদের সঙ্গে একমাত্র মেয়ে বিমান বন্দর থেকে বাসায় আনতে ঢাকায় যায়। সন্ধ্যা ৬টা দিকে বিমান বন্দরে নামে মাকছুদ। কিছুক্ষণ পরই তার স্ত্রী বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
লাকসাম থানা পুলিশ নাজমার মোবাইল ফোনের রেকর্ড ও ঐ বাসায় যাতায়াতকারী সন্দেহভাজনকে চিহ্নিত করে মামলার তদন্ত শুরু করেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics