সংবাদ বিজ্ঞপ্তি
৫ই মার্চ ২০২৩ইং
র্যাব-৯ এর অভিযানে কিশোরগঞ্জ ভৈরব থানা এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
. র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
. এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ৫ই মার্চ ২০২৩ইং তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ৩নং শিমুলকান্দি ইউপির ২নং ওয়ার্ড এর কান্দিপাড়া সাকীনস্হ শিমুলকান্দি গরুর হাটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং-০১ /৪২ তারিখ-০১/০৩/২০২৩ জি ধারা-৪৫৭/৩৮০/৪১১/৩০২/৩৪ পেনাল কোড এর চাঞ্চল্যকর চুরি সহ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হচ্ছে কিশেরাগঞ্জ জেলার ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রামের মোঃ ফজু মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া (৪০)।
. প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চাঞ্চল্যকর চুরি সহ হত্যা মামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে চুরি করতে এসে চুরি সহ হত্যাকান্ডে ঘটনাটি সংগঠন করে বলে প্রাথমিক ভাবে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত অপরাধী তার বিরুদ্ধে কিরোশগঞ্জ জেলার ভৈরব থানায় নারী অপহরণ এর মামলা আছে। অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত আছে ।
. পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
. বিষয়টি সততা নিশ্চিত করেন মোহাম্মদ নাহিদ হাসান লেঃ কমান্ডার সিপিসি-১, হবিগঞ্জ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics