মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে রিংকু দে নামক এক মাধক কারবারিকে ৭৩পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গতকাল সোমবার (২৫ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ নাঈমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে রিংকু দে (৩৬) নামের এক মাদক কারবারিকে ৭৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রিংকু দে কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিখিল বিহারী দে এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics