স্টাফ রির্পোটার:-
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সকল রাস্তাই মরণফাঁদে পরিনত হয়েছে । ফাঁদে পড়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে বৃষ্টি হলে জলাবদ্ধতায় রাস্তাঘাট তলিয়ে গেলে বেড়ে যায় দূর্ঘটনা। তখন সড়ক দিয়ে চলাচল হয়ে পড়ে ঝুকিপূর্ণ। দিনের বেলায় ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েও স্থানে স্থানে ভাঙাচোরা ও উম্মুক্ত ড্রেণের কারণে ঘটার আশংকায় থাকে পৌরবাসী। পৌরসভার পাটোয়ার বড় পুল কিংবা চৌগুরী চৌধুরীর ব্রিকফিল্ড থেকে নাঙ্গলকোট বাজার পর্যন্ত, আবার বাজারের আল্টা মড্রাণ থেকে নাঙ্গলকোট বাইপাস মোড় রেলগেইট পর্যন্ত, নাঙ্গলকোট থেকে মাহিনী-বাঙ্গড্ডা বাজারের রোডের নাঙ্গলকোট পৌরসভা অংশের পুরো সড়কই নির্মানাধীন ড্রেণের কাজ চলছে। পৌর কর্তৃপক্ষ জানায়, খুব শিগগির এ সমস্যার সমাধান সম্ভব নয়। সব ড্রেনে স্লাব বসাতে হলে একদিকে যেমন বিপুল অর্থের প্রয়োজন, অন্যদিকে পরিচ্ছন্নতা কার্যক্রমে পোহাতে হবে ঝামেলা। কাঁচা ড্রেনের কোথাও স্ল্যাব নেই।
ড্রেণগুলো দ্রুত নির্মাণে পৌর কর্তৃপক্ষ উদাসীনতার পরিচয় দিচ্ছে। একজন প্রকৌশলী জানান-ড্রেনে স্ল্যাব বসাতে সুবিধা-অসুবিধা দুটিই আছে।ড্রেন জুড়ে স্ল্যাব বসালে ময়লা আর্বজনা পরিষ্কার করতে বেগ পেতে হয়। অনেক সময় ময়লায় ড্রেণ ভরে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এটাও সত্য যে,স্ল্যাব থাকলে রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা কম পড়ে। স্ল্যাবের ওপর দিয়ে মানুষ হাটাচলা করতে পারে। প্রকৌশলী আরো জানান- পৌরসভার সকল ড্রেণের কাজ এখনো শেষ হয়নি। এখনো সকল স্ল্যাব বসানো শেষ হয়নি। তবে ধীরে ধীরে এগুচ্ছে।
দুর্ভোগে পড়া পৌরবাসীরা বলেন, এ হচ্ছে বিশ্ব সেরা অর্থ মন্ত্রী প্রিয় মানুষ মেয়র মালেকের মডেল পৌরসভা !
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics