Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ড আসামী ৭ বছর পর গ্রেফতার

 

 

সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

মানিকগঞ্জের হরিরামপুর চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ৪ আজ দুপুরে মানিকগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়। নজরুলের সাথে তার স্ত্রী সেলিনার দাম্পত্য কলহের জেরে অন্যদের সহায়তায় সেলিনার বাবার বাড়িতে ২০১১ সালের ২৮ নভেম্বর রাতে ইদ্রিস গলায় রশি দিয়া শ্বাসরোধে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি ইদ্রিস এর মা কমলা বেগম বাদী হয়ে সেলিনা দুলাল ও নজরুলকে আসামী করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে আদালতে চার্জশিট দাখিলের পর আসামি নজরুল ও সেলিনাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর নজরুল ৩৮ মাস কারাভোগের পর জামিন পেয়ে পলাতক ছিল।

Daily Frontier News