সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
মানিকগঞ্জের ঘিওরে আনসার সদস্য আব্দুল কুদ্দুসকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে । এ ঘটনায় ঘাতক আরেক আনসার সদস্য শাহীনকে আটক করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৭ টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার বড় হাতকড়া গ্রামে । তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও ঘাতক মো.শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহিন ও কুদ্দুসের মধ্যে দেনা পাওনা নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে এরই জেরে শাহিন কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics