মাসুদ রানা বাবুল :-
নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২২ তারিখে রাত ০৩.১০ মিনিটে র্যাব-১১, সিপিসি-১ ও সিপিএসসি নরসিংদী এর একটি চোকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বেপারীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নরসিংদীতে খুন করে ঢাকায় পালানো প্রধান ০১ খুনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলে নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভঙ্গারচর গ্রামের মৃত মন্তাজ উদ্দিন এর ছেলে হারুন অর রশিদ (৭০)। এসময় তার কাছ থেকে ০২টি মোবাইল, ০২টি সীমকার্ড ও ০১ টি অটো সীল প্যাড উদ্ধার করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics