বিশেষ প্রতিনিধি।।
মাদারীপুর শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুর রশীদ গৌড়ার বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বাসা শহরের আমিরাবাদ এলাকার জনতা ক্লাব সড়কে এ চুরির ঘটনা ঘটে।পরে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, চুরির সময় ওই বাসায় কেউ ছিল না।এই সুযোগে বাসার জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢোকে। বাসা থেকে শুধুমাত্র স্বর্ণালঙ্কারই চুরি হয়েছে বলে জানান তারা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics