আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-
জেলা সাতক্ষীরা, তালা উপজেলা তেতুলিয়া ইউনিয়নের কালিয়া বাজারের পাশে নিজের জমির পারে জোর পূর্ব্বক ক্ষমতার দাপট দেখিয়ে জায়গা দখলের অভিযোগ করছেন থানায়
. সূত্রে জানায় মোঃ তবিবুর ইসলাম, পিতা মৃত আব্দুল মজিদ মোড়ল, গ্রাম কুলিয়া, থানা তালা, জেলা সাতক্ষীরা, অভিযোগ করেন (এক) নুরুল আমিন মোড়ল (দুই) বিসিএস ক্যাডার মনিরুজ্জামান মামুন (তিন) ইমরুল কবির ইমু/ উভয় পিতা নুরুল আমিন মোড়ল দীর্ঘদিন যাবত বাদী গং দের জমি জায়গা নিয়ে বিরোধী চলে আসছে, বিবাদীরা বাদী গং পৈত্রিক সম্পদের পারে গায়ের জোরে দখলের চেষ্টা চালাচ্ছে, বাদীর জায়গা দখল থাকা সত্ত্বেও ক্ষমতার দাপটে জাল কাগজ করে জোর পূর্ব্বক বাদীর জায়গায় একটি পাকা ঘর তৈরি করছে।
. এ ব্যাপারে বাদী তবিবুর রহমান, দৈনিক ফ্রান্টিয়ার.নিউজ প্রতিনিধি কে বলেন, আমার পিতা মৃত আব্দুল মজিদ মোড়ল ৪০ বছর আগে জায়গাটা কিনছে কাগজ পত্র থাকার সত্বেও দুই নাম্বার আসামি বিসিএস ক্যাডার মনিরুজ্জামান মামুন এর ক্ষমতার দাপট দেখিয়ে একটি জাল কাগজ পত্র করে নেয় । সেখানে এখন ঘর দখল চলমান রয়েছে আমি এ ব্যাপারে থানায় একটা অভিযোগ দিয়েছিলাম থানা তাদের কাজ বন্ধ করে দেওয়ার সত্বেও আবারও তারা কাজ শুরু করছে ।
. এ বিষয় বিবাদী ইমরুল কবির ইমু সাথে কথা বললে তিনি বলেন , আমাদের কাগজপতি সব ঠিক আছে , সে অভিযোগ দিয়েছিল থানা থেকে পুলিশ আসছিল তদন্ত করে যেয়ে আমাদের কাজ করতে বলছে ওসি সাহেব।
, এ ব্যাপারে বিসিএস ক্যাডার মনিরুজ্জামান মামুনের কাছে জানতে চাইলে তাহার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
. উক্ত বিষয়ে , তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব জাহিদ হোসেন রাসেল জানান , অভিযোগ পেয়েছি আমি থানার বাইরে ছিলাম আসছি , তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics