মাসুদ পারভেজ
পার্বত্যজেলা খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে মাটিরাঙ্গা ইউনিয়নের চালিতাছড়া এলাকা থেকে এসব শাড়ি-থ্রিপিস উদ্ধার করা হয়। উদ্ধার শাড়ি-থ্রিপিসের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে অবৈধ উপায়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি-থ্রিপিসের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭১ পিস ভারতীয় শাড়ি ও ৩২৪ পিস থ্রিপিস জব্দ করা হয়। এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ৪০ খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, এসব শাড়ি-থ্রিপিস সীতাকুণ্ড কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics