আব্দুল জাহির মিয়া চুনারুঘাট।
৭ই জুলাই দুপুরে নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে ১৯৭০.৪ S পিলারের কাছ থেকে ২০০ ব্লু ভারতীয় মদ সহ দুইজনকে আটক করেছে ছিমটিবিল বিজিবি।আটককৃত মাদক কারবারি হলো গাজিপুর ইউনিয়নের মানিকভান্ডা গ্রামের রোপম মিয়া এবং আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানে রোপেস মুন্ডা।
এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী বলেন । মাদক কারবারি দেরকে আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা রয়েছে। তিনি আরো বলেন সীমান্ত অঞ্চলের একটি মাদক চোরাচালান সিন্ডিকেট এবং গরু চোর সিন্ডিকেটের বড় দল বিজিবির বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।যা একেবারেই অসত্য মিথ্যা বানোয়াট।
লেফটেন্যান্ট কর্নেল সামিউনবী চৌধুরী আরও বলেন বিজিবি সব সময় এদেশের মানুষের পক্ষে কাজ করে। যেকোন সংকটের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এদেশের অসহায় দরিদ্র মানুষদের কে সর্বাত্মক সহযোগিতা করে পাশে দাঁড়ায়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics