ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা অরুয়াইলে আবদুস সাত্তার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুখলেছুর রহমান এর বিরুদ্ধে , পহেলা নভেম্বর ২০১৪ইং হইতে ক্রমাগত ৩১ শে ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত, বিভিন্ন খাতে এক কোটি, দশ লক্ষ, আশি হাজার টাকা অরুয়াইল কলেজ কর্তৃপক্ষকে না বুঝাইয়া, প্রতারণা ও প্রবঞ্চনা মূলক ভাবে উক্ত টাকার সমস্ত লেনদেন অস্বীকার করে । আমানতের এই টাকা আত্বসাৎ করিয়াছে মর্মে অভিযোগ উঠেছে ।
. সূত্রে জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজা পুর গ্রামের মৃত চান্দু মুন্সী র ছেলে মুখলেছুর রহমান (সাবেক অধ্যক্ষ) আবদুস সাত্তার ডিগ্রী কলেজে দায়িত্ব পালনকালীন সময়ে পহেলা নভেম্বর ২০১৪ ইং হইতে ক্রমাগত ৩১শে ডিসেম্বর ২০২১ ইং পর্যন্ত । কলেজের সরকারি অনুদান, দাতা সদস্যদের দেয় টাকা, বাজার ডাক, অরুয়াইল বড় বাজার, ৮টি দোকান ডাক,জেলা পরিষদ হইতে কলেজের গেইটের বরাদ্দ, সরকারি বরাদ্দ স্থানীয় এমপি জিয়াউল হক মৃধা সাহেবের অনুদান, দাতা হাজী আবু তালেব এর অনুদান, নির্বাহী কর্মকর্তা সাহেবের অনুদান, কলেজ মার্কেটের ১৬ টি দোকানের ডাক,ছাত্রা বাসের টাকা সহ বিভিন্ন খাতে এক কোটি দশ লক্ষ ৮০ হাজার টাকা। কলেজের উন্নয়নের কাজে ব্যয় না করিয়া । তিন সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি, অধ্যক্ষের স্বারক নং আ সা ডি ক -২২৯২/২০২২, তারিখ-২২শে মে ২০২২ইং। হুমায়ুন কবির, স্বরজিত কুমার রায় ও শাহেদ মিয়া স্বাক্ষরিত অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন ২২শে ফেব্রুয়ারি ২০২৩ইং সভাপতি কলেজ পরিচালনা পর্ষদ দাখিল করে।
. নিরীক্ষা কার্যক্রম পরিচালনা কালে কলেজের রেকর্ড পত্র, দৈনিক আয়-ব্যয় বই, চেক রেজিস্টার, কলেজ মার্কেটের সিকিউরিটি ও ভাড়া আদায় লেজার বুক,প্রকল্প ভিত্তিক হিসাব (আয়-ব্যয়) রেজিস্টার, ৬টি শাখা হিসাব বই (অনার্স বিভাগের), বিবিধ আয় বই (বাজার ডাক, পুকুর ও অনুদান ইত্যাদি), সরকারি মঞ্জুরি রেজিস্টার, মনিহারি রেজিস্টার ( স্টক ও ইসু), ব্যাংক হিসাব বই, টেন্ডার বই, অধ্যক্ষের চার্জ হ্যান্ডওভার রেজিস্টার, বার্ষিক বাজেট, মাসিক আয়-ব্যয় প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন, মাসিক আয়-ব্যয় অনুমোদনের রেজুলেশন, যাতায়াতের মুভমেন্ট রেজিস্টার ও অর্থ বিতরণ রেজিস্টার সমুখ নাই ।
. কলামনার ক্যাশ বুক, ছাত্র বেতন ও ফি আদায় রেজিস্টার, আপ টু ডেট নয় । কলেজ মার্কেটের ভাড়া আদায় রশিদ বই সঠিক নয়। সকল ব্যয়ের ভাউচার সঠিক ভাবে নেই।তাছাড়া আরো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়েছে ৭ বছর ২ মাসে উল্লেখিত টাকা ফেরত ও হিসাব কলেজ কর্তৃপক্ষকে যথার্থ ভাবে না বুঝিয়ে, ৯ই মার্চ ২০২৩ইং (সাবেক অধ্যক্ষ) মুখলেছুর রহমান, (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের নিকট দায়িত্ব দিয়ে চলে যান ।
. এ বিষয়ে (সাবেক অধ্যক্ষ) মুখলেছুর রহমানের বিরুদ্ধে এক কোটি দশ লক্ষ আশি হাজার টাকা আত্মসাৎ করিয়াছে মর্মে সুবিচারের প্রার্থনা করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সরাইল) আদালত ব্রাহ্মণবাড়িয়া বরাবরে সি আর-২৩৫/২৩ , ধারা ৪০৮/৪০৬/৪২০ পেনাল কোড । অভিযোগ দায়ের, আবদুস সাত্তার ডিগ্রী কলেজের দাতা সদস্য, হাজী আবু তালেব ।
.
.
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics