Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণপাড়ায় পুকুরে বিষ ঢেলে ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

 

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ১নং মাধবপুর ইউনিয়নে উত্তর চান্দলা হাজী আব্দুল আলীম মেম্বারের বাড়ি, হাজী আব্দুল আলীম মেম্বারের পুকুরে একদল দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বিষ ঢেলে দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মালিক মো: আকরামুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তিনি সাংবাদিকদের বলেন ২০ ডিসেম্বর বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা আমাদের পুকুর রাতের আঁধারে বিষ প্রয়োগ করে।ফজর নামাজের সময় পাশের বাড়ির লোকজন পুকুরে ওযু করার জন্য গিয়ে দেখে পুকুরের মাছ লাফালাফি করতেছে পরে আমাদের ডাকে আমরা এসে দেখি পুকুরের সব মাছ মরে পুকুরের চতুর দিকে লাফালাফি করে ভেসে যাচ্ছে। আমাদের পুকুরের ছোট মাছ ৬০ হাজার আর অন্যান্য বড় মাছ ২০ হাজার আর এই পুকুরের দৈর্ঘ্য এক একর ৮৬ শতক। আমাদের অনেকগুলো পুকুর আছে। শীতের পরে অন্য পুকুরে মাছ দেওয়ার জন্য ছোট মাছগুলো এই পুকুরে স্টক ছিলো।বিগত প্রায় তিন বছর আগে আমাদের পুকুরের একই ঘটনাটি ঘটে বারবার কেন আমাদের উপর এরকম ঘটনা ঘটে আমরা তো কারো কোন ক্ষতি করিনি। আমাদের উপর কেন বারবার এমন শত্রুতা করা হচ্ছে আমরা প্রশাসনের নিকট বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। সময় ইউপি সদস্য ৭নং ওয়ার্ড রেজাউল করিম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Frontier News