মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ২মাদক কারবারিকে আটক করেছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মারুফ রহমানের নির্দেশনায় এসআই মো.মামুন ও আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল( ২২ সেপ্টেম্বর ২০২২) বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া সাকিনস্থ বাগড়া টু কুমিল্লা সড়কের লড়িবাগগামী পাকা রাস্তায় মাথায় চেকপোস্ট ডিউটি পালনকালে যাত্রীবাহী একটি সিএনজিকে থামিয়ে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করে।
এ সময় চালক মো. ফরহাদ হোসেন সিএনজি ফেলে পালিয়ে যায়। নাম্বারবিহীন সিএনজির দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা।আটককৃত মাদক ব্যবসায়ী
খাড়াতাইয়া গ্রামের :মৃত নোয়াব আলী ছেলে
আল আমিন(২৬) ও বারেশ্বর গ্রামের মৃত. মফিজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম(২৫)।
আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় রুজু করা হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics