বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী’কে গ্রেফতার করেছেন।
দেবপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে ওয়ারেন্টভূক্ত দুই আসামী ফাড়ি আওতাধীন এলাকায় অবস্থান করছে।
এ খবরে বৃহস্পতিবার রাতে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রাজিব চৌধূরী ও কাজী হাসান উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি দল উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করে। আটককৃতরা হলো- কালাকচুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে সোহেল ও একই এলাকার হাছান আলীর ছেলে ইব্রাহীম।
আটককৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics