বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর সিন্দুরী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৫ জনের দেহ তল্লাশি করে বডি ফিটিং করা ৫ কেজি গাঁজা উদ্ধার করে। বডি ফিটিং করা ৫ মাদক ব্যবসয়াীরা হল পিতা পুত্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে কুমিল্লা – সালদা সড়কের পাচোওরা এলাকায়।
বুড়িচং থানার পুলিশ সূত্রে জানা যায় কুমিল্লার বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল জব্বার, এ এস আই মহসিন কবির সঙ্গীয় ফোর্স সহ গত বুধবার বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা – সালদা সড়কের পাচোওরা সিন্দুরী ব্রীজ এলাকায় অবস্থান নেন। এসময় ৫ জন লোক পূর্ব দিক থেকে সিন্দুরী ব্রীজ এলাকায় আসলে পুলিশ সন্দেহ ভাজন ৫ জনের দেহ তল্লাশি করে বডি ফিটিং করা তাদের দেহ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী পিতা হল বরিশাল সদর লঞ্চঘাটের মৃত রশি সিকদারের ছেলে মোঃ দুলাল সিকদার (৬২) আর পুত্র হল ফয়সাল সিকদার (২২), বরিশাল বন্দর, বরুইতলা, কাউয়ারচর গ্রামের বেলায়েত গাজীর ছেলে মোঃ বারি্ব (২২),একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোঃ জাহিদ হাসান সরদার (২৬)৫) এবং দুলাল সিকদার এর ছেলে বায়েজিদ (২৫)।
বুধবার রাতে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়ে এবং কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics