বুড়িচং প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনা পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসায় বাধা প্রদানকে কেন্দ্র করে একটি পরিবারের উপর গত ১৬ আগস্ট মঙ্গলবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে মাদক ব্যবসায়ীর একটি চক্র । ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পাহাড়পুুুর দক্ষিণ পাড়ার এলাকার। এহামলায় ৫ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এ বিষয়ে ওই গ্রামের মোঃ মফিজ মিয়ার ছেলে শাহিন(৩৫) বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে একটি সাইকেলের হাওয়া ছাড়া কে কেন্দ্র করে। অভিযোগকারী শাহীন সহ স্হানীয় লোকজন বলেন যে গত১৬ আগষ্ট মঙ্গলবার বিকালে বিবাদী বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর পাহাড়পুর দক্ষিণ পাড়া গ্রামের মনু মিয়ার ছেলে ডেঙ্গা আজাদ(৪৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন করে আসছে। তার এসমস্ত ব্যবসা বাধা প্রদান করায় ডেঙ্গা আজাদ ও তার ছেলে মোঃ অমি(১৯) সহ আরো ৪/৫ জন মিলে উশৃংখল ও বখাটে টাইপের লোকজন নিয়ে তুচ্ছ ঘটনাকে অবলম্বন করে পূর্বের শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ মফিজ মিয়া(৬০) পিতা মৃত হাকিম মিয়া, মোঃ শামীম(১৩) পিতা মোঃ মফিজ মিয়া, মোসাঃ হেলেনা বেগম, স্বামী মফিজ মিয়া অর্থাৎ পুরো একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে। এ হামলায় ৫ জন মারাত্ম ভাবে আহত হয় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে ।
এ হামলায় ডেঙ্গা আজাদ মোঃ শামীম সহ দুলাল মিয়ার ছেলে মোঃ বায়োজিদকে (৭) আছাড় মেরে আহত করে।
এ ব্যাপারে স্হানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানান ডেঙ্গা আজাদ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিষয়ে অনেক গুলো মামলা রয়েছে। সে শুধু মাদক সেবনকারী নয় মাদক ব্যবসায়ী বটে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে এভাবে পিটিয়ে আহত করে।মফিজুল ইসলামের ছেলে মোঃ শামীম কে সাইকেলের হাওয়া ছাড়া নিয়ে গাছের সাথে বেধে নির্মমভাবে অত্যাচার করে। তার মা ও বাবা সেখানে গেলে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। সাইকেলের উপর বসলে হাওয়া চলে যায় এটাকে ইস্যু করে মফিজুল ইসলামের পরিবারের উপর হামলা করে। তাছাড়া তারা বলেন মফিজ মিয়া অনেক ভালো লোক। একধরনের সহজ সরল টাইপের লোক। জীবনে কারও সাথে ঝগড়া কিংবা মারামারি করেনি। এ ভালো লোকটাকে এভাবে মারা ঠিক হয়নি। এটার সুষ্ঠু বিচার চাই আমরা গ্রামবাসী।
অপর দিকে অভিযোগ কারী শাহীন ও আরও কয়েকজন অভিযোগ করে বলেন বুধবার সকালে বুড়িচং থানার পুলিশ ঘটনা স্থল থেকে পরিদর্শন করে বের হয়ে আসলে ডেঙ্গা আজাদ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। তাড়াতাড়ি মামলা থানা থেকে না উঠালে তাদের কে প্রানে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধমকী দেয়। তারা এখন নিরাপত্তা হীনতায় ভোগছে।
পাহাড়পুর গ্রামের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক মিয়া বলেন আমাকে এ ব্যাপারে কেউ কোনো কিছু জানায় নি। তবে ঘটনাটি আমি পরে শুনেছি। তুচ্ছ ঘটনায় জেরে এতো বড় ঘটনা অত্যন্ত দুঃখজনক। এবং ঘটনার পরের দিন তাদের বাড়ির কেউ বের হলেও মারধরের শিকার হয়।অভিযোগ করার পর বুড়িচং থানার এসআই নয়ন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করে। তিনি বলেন আমরা অভিযোগ পেয়ে স্হান পরিদর্শন করি। সঠিক তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ রহমান বলে এ বিষয়েে একটি অভিযোগ হয়েছে। এসআই নয়ন স্থান পরিদর্শন করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics