রইছ উদ্দিন সরাইল ব্রাহ্মণবাড়িয়াঃ-
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা শ্রীপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাশক ইসলামী বক্তা মুফতী শরীফুল ইসলামের উপর শিয়াদের অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর ইসলামিয়া আলিম মাদরাসায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২/৩/২০০২৩রোজ রবিবার মানববন্ধনে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল কাহার পিন্সিপাল চাপুইর ইসলামিয়া আলিম মাদরাসা ভাত,শালা ব্রাহ্মণবাড়িয়া, ভাইস পিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল আলম, মুফতি শিক্ষক শহিদুল ইসলাম, পূর্ণ বাবু রায়, আবু কাশেম আইয়ুব রহমান মোজাম্মেল হক শিক্ষিকাবৃন্দ অত্র মাদরাসার ছাত্র ছাত্রী মানববন্ধনে অংশ করেন।
প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে চাপুইর ইসলামিয়া আলিম মাদরাসা পিন্সিপাল বক্তব্যে তিনি বলেন মুফতি শরিফুল ইসলাম নুরী আমাদের মাদরাসার মেধাবী ছাত্র ছিল সে বর্তমানে শ্রীপুর ফাজিল মাদরাসার আরবি প্রভাশক পাশাপাশি ইসলামিক বক্তা বিজয়নগর উপজেলার দৌলত বাড়ি দরবার শরীফ একালা থেকে মাহফিল শেষ করে বাড়ি ফিরার পথে আজম পুর এলাকায় দুর্বৃত্তরা পূর্বে থেকেই পরিকল্পিত ভাবে বসা থেকে অতর্কিত হামলা চালায় এতে মুফতী শরীফুল ইসলাম নুরী শরিলের জিহ্বা সহ বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতের মানববন্ধনে তিব্র নিন্দা জানিয়েছেন শিক্ষক ছাত্র ছাত্রী চাপুইর ইসলামিয়া আলিম মাদরাসা।
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূইয়া নূরীর ওপর হামলা চালিয়ে জিহ্বা কাটা ও মারধরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করায় র্যাব-৯ সিলেট জোন ও আখাউড়া থানা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাই এবং যারা প্রকৃত অপরাধী এখনো পলাতক আছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচার কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছি।
বক্তব্যে এলাকা বাসি ও শিক্ষক মুফতি শরিফুল ইসলাম নুরীর দ্রুত সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ আয়োজনেঃচাপুইর ইসলামিয়া আলিম মাদরাসা ও অত্র গ্রামবাসি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics