Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থ সহ বিক্রেতা আটক

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থ সহ মাদক বিক্রেতা মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়,আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়াকে ৮ শ ২৪ পিস ইয়াবা,৩ টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকা সহ মাদক বিক্রির জন্য ২ ডিজিটাল মাপার মেশিন সহ মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজু আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম সহ মাদক ব্যবসায়ী শাবলু মিয়াকে আটক করা হয়েছে।সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের নিয়মিত আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Daily Frontier News