Daily Frontier News
Daily Frontier News

বিজয় নগরে গোয়াল খলার আরফুজ মিয়া মৃত্যুর কারণ এখন রহস্যঘেরা

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.        জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা গোয়াল খলা গ্রামের মৃত আব্দুল হাসিম এর ছেলে ফজর আলী,২৫শে এপ্রিল ২০২২ ইং রোজ সোমবার, বিকাল প্রায় ৫ ঘটিকার সময় ফজর আলীর বাড়িতে আরফুজ ও হুমায়ুনের সাথে কামাল ও মলাই মিয়ার ধান ভাঙ্গানো কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কামাল ও মলাই খুন জখম সহ বড় ধরনের ঘটনা ঘটাইয়া দেখে নেওয়ার হুমকি দামকি প্রদর্শন করে ।

.        পরবর্তীতে সন্ধ্যা প্রায় ৭ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে দা, ছুরি, লোহার রড, দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে। জামাল, মলাই, কামাল, আনার,বাছির, আশু, ইব্রাহিম ও হেদায়েতুল্লাহ সহ অজ্ঞাত নামা ৩/৪ জন অন্যায় অনধিকার ফজর আলীর বাড়িতে ঢুকে, ঘরের দরজা জানালা বাইরাইয়া কুপাইয়া ভাংচুর করে অকথ্য ভাষা গালমন্দ করে। আরফুজ ও হুমায়ুন ঘর থেকে বের হলে, জামাল মিয়ার হুকুমে ও নেতৃত্বে নাম উল্লেখিত ব্যক্তিদ্বয়, আরফুজ,হুমায়ুন,মনোয়ারা বেগম, আলেয়া বেগম,তিতন মিয়া, বিলাল মিয়া,বাবুল ও মালেক কে বেধড়ক মারপিট করে। মাথায়, হাতে পায়ে , উরুতে ও পিঠে রক্তাক্ত গুরুতর জখম করে। আহতদের সুর চিৎকারে লোকজন এসে আরফুজ, হুমায়ুন ,মনোয়ারা ও আলেয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।

,      এ বিষয়ে ফজর আলী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (বিজয়নগর) ব্রাহ্মণবাড়িয়া সি আর ৩১০/২২ইং আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। বাড়িঘর ভাঙচুর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে,প্রায় ৭৫ হাজার টাকার স্বর্ণলঙ্কার অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নিয়ে যায় ।

.    বাদী ফজর আলী অভিযোগ তুলে বলেন, আরফুজ মিয়ার মাথার আঘাতের ধরুন মৃত্যু হয়েছে,আদালতে আরফুজ হত্যার বিচার চায়।

.    আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২৩শে ফেব্রুয়ারি,২০২৩ ইং আরফুজ মিয়া রাত প্রায় ১০:২০ মিনিট সময় মারা যায়। মামলার বাদী ফজর আলী, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা সংযোজন করার জন্য আদালতে আবেদন জানান।

Daily Frontier News