Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ১৫৪ স্কপ সিরাপ ১৪২ বোতল ফেন্সিডিল সহ ১ জন আটক

Bijoynagar police media cell 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৫৪ স্কপ সিরাপ এবং ১৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছেন বিজয়নগরের থানা পুলিশ। জানা যায়, ১২ই এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে এএসআই সেলিম আহমেদ তার সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার ইকরতরী বাজার রোডের পাকা রাস্তার উপর শলার চট দিয়ে মোড়ানো অবস্থায় চার প্যাকেটে ১৫৪ বোতল স্কপ সিরাপ উদ্ধার করেছেন। এ ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহষেপুর গ্রামের আঃ হাসেমের ছেলে আনোয়ার হোেসেন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মাসুদ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বড়মোড়া থেকে ১৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ আনারস বাগানে ফেন্সিডিলের বস্তা রেখে পালিয়ে যায়।

.     এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে বিজয়নগর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।  মাদকের বিরুদ্ধে বিজয়নগর থানা পুলিশ কতৃক আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News