মোঃ শাহীন চৌধুরী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগর উপজেলায় আজ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে উপজেলা প্রশাসন, বিষ্ণুপুর বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া অংশগ্রহণ করে। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. কামালমুড়া গ্রামের মো: আপেল মিয়া, ২. কালাছড়া গ্রামের মো: হরমুজ মিয়া, ৩. কালাছড়া গ্রামের মো: আবু বক্কর জয় ৪. মহেশপুর গ্রামের জোবায়ের মিয়াকে আটক করা হয়। এরমধ্যে আপেল মিয়া ও হরমুজ মিয়া মাদক মামলার পুরাতন আসামি। তারা দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। এই অভিযানে ৫০০ বোতল এসকফ, ২৫০ বোতল ফেনসিডিল, ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদক নির্মূলে এই অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics