Daily Frontier News
Daily Frontier News

বিএনপি নেতা আলতাফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ।

 

 

শাহিন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।

 

বহুল আলোচিত তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ বি এম আলতাফ হোসেন হত্যা মামলার সাতক্ষীরা জজ আদালতে আজ দীর্ঘ দেড় যুগ পরে বাদীর সাক্ষ্যগ্রহণ হবে।

উল্লেখ্য ২০০৪ সালের ৪মে তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ বি এম আলতাফ হোসেনের সাথে থাকা যুবদল কর্মী হাবিবুর রহমান রাত ৮ টার দিকে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে বোমা হামলায় আততায়ীর হাতে নিহত হন।
এ ঘটনায় তার পরিবার থেকে মামলার বাদী না হয়ে কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামের শেখ আব্দুর রহমান বাদী হয়ে পাটকেলঘাটা থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময়ে পুলিশের গোয়েন্দা সংস্থা তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ মামলায়( ১)আসামি তালা কলারো আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বর্তমান প্রধানমন্ত্রী গাড়ি বহরে হামলা মামলায় জেলখানায় আটক রয়েছে(২) তালা উপজেলা বিএনপির নেতা কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,(৩) সাবেক সারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বর্তমান( মৃত) ৪ সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু।( ৫)খলিশখালি ইউনিয়ন বিএনপির সভাপতি একাধিক হত্যা মামলার আসামি নূর আহমেদ।
গাছা গ্রামের বিএনপি নেতা একাধিক হত্যা মামলার আসামি শিবপদ মন্ডল।(৭) দেবেন সেলুন( ৮)প্রকাশ মন্ডল( ৯) মদনপুরের আশরাফুল ইসলাম সহ মোট ১৫ জনের নামে পুলিশের সি আইডি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।আজ সোমবার ১ আগস্ট সাতক্ষীরার চিপ জুডিসিয়াল দায়রা জজ আদালতে শেখ আব্দুর রহমানের সাক্ষ্য গ্রহণ হবে।থানা পুলিশ এর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Daily Frontier News