মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের এরশাদ মিয়া স্ত্রী শারমিন আক্তার (২৬) নবীনগর থানার অফিসার ইনচার্জেরর বরাবর তাহার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুরসাত জাহান(১৩) কে একই গ্রামের হাজ্বী আহম্মদ (৪৫) এর ছেলে একই স্কুলে পড়োয়া নবম শ্রেণির ছাত্র রাব্বির(১৮) প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায়, জোরপূর্বক উঠিয়া নিয়া যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন নবীনগর থানায়। রাব্বি (পিতা- হাজ্বী আহম্মদ)কে ১নং আসামি, তার পিতা হাজ্বী আহম্মদকে ২নং এবং মাতা রেহেনা বেহমকে(স্বামী – হাজ্বী আহম্মদ) ৩নং আসামি উল্লেখপুর্বক নবীনগর থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন নুসরাত জাহানের মাতা শারমিন আক্তার। অভিযোগে বলা হয়েছে যে- ” আমার মেয়ে নুসরাত জাহান অত্র গ্রামের জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ২নং ও ৩নং বিবাদী আমার একই গ্রামের, ১নং বিবাদী রাব্বির মা- বাবা হয়। ১নং বিবাদী রাব্বি দীর্ঘদিন যাবৎ আমার মেয়ে নুসরাত জাহানকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়া বিভিন্নভাবে উত্যক্ত করিয়া আসতেছিল। আমার মেয়ে ১নং বিবাদীর প্রস্তাবে সম্মত না হওয়ায়, ১নং বিবাদী রাব্বি যেকোন সময় আমার মেয়েকে জোর পূর্বক উঠাইয়া নিবে মর্মে হুমকি ধামকী অব্যাহত রাখে। এই বিষয়ে ২নং ও ৩নং বিবাদীকে অবহিত করিয়াও কোন প্রতিকার পাই নাই। উপরস্থ ২নং ও ৩নং বিবাদী তাহাদের ছেলে ১নং বিবাদীর পক্ষে নিয়া আমাকে বিভিন্ন হুমকি ধামকী দেয়। এমতাবস্থায় ১৭ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল অনুমান ১০ঘটিকায় আমার মেয়ে নুসরাত জাহান জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বাহির হইয়া যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ে বাড়িতে না আসায়, আমি তাহাকে বিভিন্ন স্হানে খোঁজাখুজিঁ করি।কিন্তু অদ্যবধি পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান পাই নাই। এমতাবস্থায় উল্লেখিত ১নং বিবাদী রাব্বি তাহার মা-বাবা ২ ও ৩নং বিবাদীসহ যোগসাজশে আমার মেয়ে নুসরাত জাহানকে জোর পূর্বক উঠাইয়া নিয়াছে মর্মে আমার সন্দেহ হইতেছে। আমার মেয়েক বিভিন্ন স্হানে খোঁজাখুজিঁ করিয়া থানায় অভিযোগ দায়েরনকরিতে বিলম্ব হইল। অতএব মহোদয় উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।
স্বরজমিনী গিয়ে জানা যায় রাব্বির বাবা গতকাল সৌদি আরব থেকে বাড়িতে আসেন এবং সৌদির রিয়াল ভাঙ্গানুর জন্য রাব্বির কাছে দেয় যাহার বাংলা টাকার মূল্য ৫০,০০০ হাজার টাকা সেই টাকা নিয়ে রাব্বি ও নুসরাত জাহান পালিয়ে যায়। নুসরাত জাহান ও রাব্বির প্রায় দুই বৎসর যাবত প্রামের সম্পর্ক আজ থেকে প্রায় এক দের মাস রাব্বি বিষ প্রাণ করার খবর পেয়ে নুসরাত জাহান ইস্কুল থেকে এসে নিজ কক্ষের জুলন্ত পাখার সাথে ফাসিঁ দিতে গেলে তার চাচা ও এলাকা বাসি কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
নবীনগর থানার এস আই মুহিউদ্দিন পাটোয়ারী বলেন ছেলে ও মেয়েকে উদ্ধারের জন্য সর্বচ্ছ প্রকৃয়া চলমান আছে ছেলের বাবাকে প্রাথমিক জিঙ্গাসা করার জন্য আনা হয়েছে।
জিনোদপুর ইউনিয়ন সদস্য জালাল মিয়া বলেন ছেলের বাবাকে প্রাথমিক জিঙ্গাসা করার জন্য নবীনগর থানায় নিয়ে গেছে আমরা মোবাইল ফোনে ছেলে ও মেয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা দুজনই ঢাকায় থেকে গাড়িতে উঠেছে আসার পর উভয় পরিবারে সাথে কথা বলে সামাধান করব।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics