মোঃ রাসেল চৌধুরী- বান্দরবান
বান্দরবানের লামায় তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. কুতুব উদ্দিন (৪২) ও মো. নাজিম উদ্দিন (৪৫)। কুতুব উদ্দিন ওই ইউনিয়নের মাদরাসাপাড়ার নুরুল হুদার ছেলে। মো. নাজিম উদ্দিন একই ইউনিয়নের সিকদারপাড়ার মৃত মো. পেটানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে একটি তক্ষকসহ আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় লামা থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics