শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া ,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলায় চোরাইকৃত ৪টি মহিষ উদ্ধার করা হয়েছে। বহনকারী টমটম গাড়ি সহ ড্রাইভারকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশের সদস্যরা। এতে চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের ৪ জন সদস্যদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নৌ পুলিশ ও থানা পুলিশ জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন খালপাড় থেকে একটি বড় টমটমে করে চোরাইকৃত ৪টি মহিষ নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। এসময় ড্রাইভার মোঃ আশরাফ আলী খা (৪৫), পিতা মোঃ সেরাজ আলী খা, নওমালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশাদি গ্রামের বাসিন্দা কে আটক করা হয়।
এসময় তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্য ১/মোঃ সাইফুল ইসলাম মোল্লা (২২), পিতা মোঃ আহাম্মদ আলী মোল্লা, সাং পূর্ব কালাইয়া ৭নং ওয়ার্ড। ২/মোঃ জাহিদুল ইসলাম, পিতা অজ্ঞাত, সাং চরহাদি, দশমিনা। ৩/মোঃ মন্নাত মৃধা (৬০), পিতা মৃত আলী মৃধা, সাং মৈশাদি ৯নং ওয়ার্ড। তারা তার গাড়ি ভাড়া করে মহিষগুলো মৈশাদি পৌঁছে দেওয়ার জন্য বলা হয়।
পরে শুক্রবার (১১ নভেম্বর) সকালে গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের ওই ৪ সদস্যের নাম উল্লেখ করে মামলা রুজু করে আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে। আর উদ্ধারকৃত ৪টি মহিষ কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি চত্বরে বেধে রাখা হয়েছে।
এদিকে নাম না বলা একাধিক সাধারণ মানুষ জানান, কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া, চর কালাইয়া ও শৌলা এলাকায় গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্যরা রয়েছে এবং বেপরোয়া হয়ে চলছে। সাধারণ মানুষের একাধিক গরু ও মহিষ দিন দিন চুরি হচ্ছে। এ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ তথা কৃষক।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics