প্রতিনিধি ঈশ্বরদী:-
ইদানিং ঈশ্বরদী থেকে প্রকাশিত দুই একটি পত্রিকায় একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়।যাকিনা সাধারণ সচেতন মহলের মধ্যে ভিন্ন মত দেখা যায়। উক্ত বিঙ্গাপন প্রতিষ্ঠানের মালিক সুকৌশল বাদ।কারন অতি সম্প্রতি বিঙ্গাপন দাতা মালিকের সে প্রতিষ্ঠানে পাবনার চৌকশ ডিবি দল অভিযান পরিচালনা করে।
এতে করে উক্ত প্রতিষ্ঠানের কারখানা থেকে প্রায় ১০/১২ লাখ টাকার অবৈধভাবে তৈরি করা নিষিদ্ধ পলিথিন জব্দ করে। সেই জব্দকৃত পলিথিন ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে।
এদিকে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন তৈরির বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়,বিঙ্গাপন দেয়া প্রতিষ্ঠানের অভ্যান্তরে এখনো শতভাগ পলিথিন উৎপাদন করে চলছে।
এদিকে সরকার কর্তৃক ঘোষিত পলিথিন তৈরীর নিষেধ থাকলেও তা যেন মানা হচ্ছে না ।
এই তৈরি পলিথিন বাজার সয়লাব হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন এই অবৈধভাবে পলিথিন উৎপাদন মালিক হাজী আমির হোসেন সিকদার সুকৌশলে বাহারী ধরনের বিঙ্গাপন দিয়ে পলিথিন উৎপাদনের নজর অন্য দিকে নিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছে বলেই অনেক বুদ্ধারা অভিমত ব্যক্ত করেন ।এতে করে পরিবেশের মারাক্ত খতি সাধন হচ্ছে। বিষয়টি সরকারের উপর মহলের নজরদারি দরকার বলে সচেতন মহলের দাবি উঠেছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics