Daily Frontier News
Daily Frontier News

ফেসবুকে বেগম জিয়ার জন্মদিনের শুভেচ্ছা, মনোহরগঞ্জে আ’লীগের হামলায় আহত ৫

 

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ায় কুমিল্লা দক্ষিণ জেলাধীন মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত চিহিৃত সন্ত্রাসীরা।
ঘটনার বিবরাণে স্থানীয় বিএনপি সুত্রে জানা যায়, গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা তাদের নেত্রীর মুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট করে। এ ঘটনার জেরে গতকালই সোমবার সন্ধ্যা ৭টার পর বিপুলাসার বাজারে অবস্থানরত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন, যুবদল নেতা ইউসুফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মো. শামিম এবং ওই বাজারের ব্যবসায়ী ডা: সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করে স্থানীয় আওয়ামী লীগের চিহিৃত সন্ত্রাসীরা।
তাদের মধ্যে যুবদল নেতা বাতেনের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। তাকে সহ আহত আরও ২ জনকে কুমিল্লা জেলা সদরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আহতদের চিকিৎসা তদারকির কাজ শুরু করেন। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বিপুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন আহতদের পাশে ছুটে যান। মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন গতরাত থেকেই এই হামলায় গুরুতর জখম হওয়া নেতাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পর গতকাল রাত থেকেই বিপুলাসার বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে জানার জন্য মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ০১৭১৩৩৭৩৬৯৮ নাম্বারে ফোন দিলে অপরপ্রান্ত থেকে নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছেনা বলে জানা যায়। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, যুগ্ম-আহবায়ক মনসুর আলম, মোহাম্মদ আলী চেয়ারম্যান, মঞ্জুরুল আলম মজনু সহ স্থানীয় বিএনপি নেতারা।

Daily Frontier News