Daily Frontier News
Daily Frontier News

ফুলকোঁচায় জহুরুল গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

 

 

বিশেষ প্রতিনিধি,জামালপুর-

 

জামালপুর জেলার মেলান্দহের ফুলকোচা ইউনিয়নের জহুরুল হক গংদের বিরুদ্ধে নানাবিধ হুমকি নাশক অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন একই সাকিনের আনোয়ার হোসেন।
গত ২৮ সেপ্টেম্বর মেলান্দহ থানায় আব্দুস সোবহানের ছেলে আনোয়ার হোসেন এ অভিযোগটি দায়ের করেন।
২৯নং অভিযোগপত্র থেকে জানা যায়,ফুলকোঁচা গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে জহুরুল হক ও নজরুল ইসলাম তাদের স্ত্রী সন্তান সাথে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের।
গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭ টা দিকে জহুরুল গংরা কিছু কুচক্রী মহল লোকদের উসকানিতে দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের বাড়ীতে হামলা করে।এতে ১৫ টি মাঝারী কাঁঠাল গাছ কেটে ফেলে।ভাংচুর করে বসত বাড়ী।এতে আনুমানিক ৩০/৩৫ হাজার টাকার মত ক্ষতি করে।এমতাবস্থায় আনোয়ারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম,ভাই মুহাম্মদ আলী ও ভাতিজী মাহমুদা পারভীন বাঁধা দিতে গেলে তাদেরকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে।এতে আনোয়ার হোসেনের স্ত্রীসহ ভাই ভাতিজী গুরুতর আহত হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সরেজমিনে ঘুরে জানা গেছে,অনেকদিন যাবৎ জহুরুল হক গংরা জোরপূর্বক আনোয়ার হোসেন গংদের উপর অন্যায় অত্যাচার ও জুলুম করে আসছে।প্রতিবাদ করতে গেলে জহুরুল হকরা অস্ত্র সজ্জিত হয়ে হুমকি দেয় এবং আঘাত করে।প্রাণনাশের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন আনোয়ার হোসেন।
আরও জানা যায়,জহুরুল হক গংরা পূর্ব থেকেই কলহ প্রিয় লোক।মানুষদের সাথে বছরের পর বছর শুধু কলহ করে।তাদেরকে উত্তেজিত করার জন্য এলাকার কিছু স্বার্থবাদী কুচক্রী মহল উসকানি দিয়ে যাচ্ছে।যারা জহুরুল হক গংদের উসকানি দিয়ে এলাকার শান্তি নষ্ট করছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তির আওতায় এনে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

Daily Frontier News