জামাল উদ্দিন স্বপন
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের করপাতি/ দুয়ারিয়ায় ফসলি জমি দখলের অভিযোগ উঠেছে।
ভোক্তভূগী আবু বকর সোহাগ জানান, তারা বাড়িতে কেউ না থাকায় এই সুযোগ কাজে লাগাচ্ছে মাটিখেকোরা, অন্যায়ভাবে তার জমিন দখল করে, প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মাটি বিক্রি করছে বলে অভিযোগ জানান তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, আবু বকর সোহাগের পরিবারে পুরুষ কেউ না থাকায় তার জমি দখল করে মাটি বিক্রি চলছে। অভিযুক্তরা প্রভাবশালী ও মারমুখী হওয়ায় তাদের কে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য।
এই ঘটনায় সোহাগের মামা মোঃ খোরশেদ আলম বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ করেন।
বাদী সুত্রে জানা যায়, একই গ্রামের মুহুরীবাড়ির আনা মিয়ার ছেলে মহসিন প্রকাশ রতন (৩০) মৃত মৌলভী রকিব উদ্দিনের ছেলে আবু জাফর (৬০) মৃত আব্দুল বারিক এর ছেলে হারুন (৫৫) দখল করে মাটি বিক্রি করছে। ভোক্তভূগী পরিবারের সদস্য সোহাগের মা খুরশিদা বেগম (৫৬) বাঁধা দিতে গেলে তাকে গালাগালি করে মারধরের হুমকি দেওয়া হয়।
অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হয় নি।
এলাকার একাধিক লোক জানিয়েছেন (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযুক্ত ব্যাক্তিরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের কে কেউ বাঁধা দিলে তাকে মারধর ও হামলা করেন বলে জানান তারা।
অভিযোগ তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক রবিউল বলেন, ঘটনাস্থল পরিদর্শক পরিদর্শণ৷ করে মাটি কাটা ও বিক্রি করার সত্যতা পাওয়া গেছে তবে অভিযুক্তরা জমি নিজের বলে দাবি করছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics