বিশেষ প্রতিনিধি।।
নিজস্ব প্রতিবেদকঃ ভূজপুরে আট দিন আগে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন – মো. হেলাল, কামাল হোসেন ও মো. ইসমাইল। তাদের বাড়ি ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কেচিয়া ও নিচিন্তা গ্রামে।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ঢালারমুখ নামক স্থানে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ৫০ বছর বয়সী ওই গৃহবধূ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, আক্রান্ত নারী ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অটোরিকশায় করে একই ইউনিয়নের মেয়ের শ্বশুরবাড়িতে ফিরছিলেন। ঢালারমুখ এলাকায় পৌঁছানোর পর অটোরিকশা থামিয়ে পূর্বপরিচিত যুবক নাজমুল তাকে মোটরসাইকেলে করে নিশ্চিন্তা গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। ওই নারী অটোরিকশা থেকে নেমে নাজমুলের মোটরসাইকেলে ওঠেন।
‘নাজমুল তাকে (নারী) নিশ্চিন্তা গ্রামে নেওয়ার বদলে ঢালার মুখে জনৈক বশিরের মাল্টা বাগানের ভেতরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখে। রাত ৯টার দিকে নাজমুলসহ ৫ জন তালা খুলে ওই ঘরে প্রবেশ করে। ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে তারা ওই নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর ওই নারী থানায় এসে ৫ জনের নামে মামলা করেন। যাহার মামলা নং -১০।’
ওসি ফারুকী জানান, ঘটনার পর জড়িতরা এলাকা ছেড়ে চলে যায়। তাদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হেলাল, ইসমাইল ও কামালকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে তিনজনকে আদালতে হাজিরের পর হেলাল ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং ঘটনায় জড়িত আরও তিন জনের নাম প্রকাশ করেন। আদালতের নির্দেশে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত নাজমুলকে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন ফারুকী।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics