Daily Frontier News
Daily Frontier News

প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় থেমে আছে সড়ক সংস্কারের কাজ

 

 

মাসুদ পারভেজ চীফ স্টাফ রিপোর্টার

 

বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২১ সালের শুরুতে আনোয়ারা উপজেলা প্রকৌশলীর সহযোগিতায় ‘হাসান টেকনো বিল্ডার্স’ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু করেন চট্টগ্রামের আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নের খিলাপাড়া পেশকার হাট ডিসি সড়কের কাজ। সড়কটি খুঁড়ে দীর্ঘ ২ বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদার। সড়কের কাজের ধীরগতির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।

আনোয়ারা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্র জানায়, ২০২১ সালের জানুয়ারীতে বিশ্বব্যাংকের অর্থায়নে ২১ কোটি টাকা ব্যয়ে আনোয়ারায় তিনটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়। এরমধ্যে প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের আনোয়ারা-চাতরী খিলাপাড়া পেশকার হাট ডিসি সড়কও রয়েছে। ‘হাসান টেকনো বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে। কাজের সময় চলে গেলেও ঠিকাদরী প্রতিষ্ঠান এলজিআইডি প্রকৌশলী অধিদপ্তর থেকে মেয়াদ বাড়ানোর কারণে কাজের ধীরগতি বলে জানায় উপজেলা প্রকৌশলী অফিস।

স্থানীয় বাসিন্দা দুলাল নাথ (৬০) বলেন, সড়ক খুঁড়ে দুই বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদার, গত বর্ষাকালেও আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। এ বছর বর্ষার আগে কাজ শেষ না করলে আমাদের ভোগান্তিতে পড়তে হবে।
স্কুল শিক্ষার্থী রুমি আকতার বলে, পায়ে হেঁটে যেতে হয় স্কুলে। ধুলাবালিতে সড়কে হাঁটাও যায় না। অল্প বৃষ্টিতে সড়কে কাদামাটিতে পরিণত হয়, আমাদের যাতায়াতের অসুবিধা হয়।

এ বিষয়য়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আনোয়ারায় তিনটি সড়ক হচ্ছে, এরমধ্যে একটির আংশিক শেষ হয়েছে। এ সড়কটির কাজের মেয়াদ শেষ হলেও এলজিআইডি প্রকৌশলী অধিদপ্তর সেটির মেয়াদ বাড়ায়। যার কারণে এখনও কাজ শেষ হয়নি। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Daily Frontier News