শাহীন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি।
. পাটকেলঘাটা পল্লীর প্রতিবেশী (৭) বছরের শিশু কন্যা ভাগ্নিকে ধর্ষণ চেষ্টা অপরাধে পড়শী মামা গ্রেপ্তার ।
ধর্ষণ চেষ্টা কারী ব্যক্তি নুর ইসলাম মোড়ল( ৫৫) তিনি সুরুলিয়া ইউনিয়ন বাইগুনি গ্রামের রমজান মোড়লের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। চলতি বছরের ( ২৯) মার্চ গত বুধবার বিকালে নয়ন মোড়লের ৭ বছরের শিশু কন্যা বাড়ির পাশে খেলতে যান।
তখন প্রতিবেশী মামা নুর ইসলাম ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাড়িতে এসে তার মাকে সব বলে দেয়।
. পরবর্তীতে শিশুটির মা স্বামী নয়ন মন্ডল সহ তার ভাইদেরকে বিষয়টি অবহিত করে।পরদিন বিষয়টি নিয়ে এলাকায় নিজেদের মধ্যে বসা বসি করেও মীমাংসা হয়নি।
. এক পর্যায়ে ৩ দিন অতিবাহিত হওয়ার পর গতকাল সোমবার দুপুরে পাটকেলঘাটা থানা পুলিশ ধর্ষণ চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে পাঁচ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য জানান নুর ইসলাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। তাকে পুলিশ সদস্যরা চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছে।
. এ বিষয় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী জানান আমার স্বামী একজন বয়স্ক মানুষ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি এমন ঘটনা ঘটাতে পারেন বলে আমি বিশ্বাস করি না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান নুর ইসলামের বিরুদ্ধে একই এলাকায় এমন একাধিক ঘটনার অভিযোগ রয়েছে।
. এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জের মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics