সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
পাটকেলঘাটায় খলিষখালী ইউনিয়নের এক জনপ্রতিনিধির নিকট মোটা অংকের চাঁদা দাবী করলে জনপ্রতিনিধির চাঁদাবাজীর মামলায় আল-আমিন নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে থানায় চাঁদাবাজীর মামলায় কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত আলী সরদারের পুত্র আল-আমিন সরদার কে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ও বিভিন্ন জায়গায় চাঁদাবাজীর অপরাধে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা নং-২৪। কিছু দিন আগে একটি পত্রিকার ভুয়া কার্ড তৈরি করে প্রতিনিধি নিয়োগ দিলে তার এসব প্রতারণা তথ্য সামনে আসে। ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, সাংবাদিকের কার্ড দিবে বলে আমার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছে আল আমিন সরদার। একটি কার্ডও দিয়েছে তবে সেটি ভূয়া। তিনি জানান কার্ড ভূয়া কিনা আলামিনের কাছে জানতে চাইলে সে বিভিন্ন তালবাহানা শুরু করে। ভুক্তভোগী তবিবুর বলেন জমি জায়গা নিয়ে আমার আদালতে চলমান মামলার একটা নিউজ করার জন্য আল আমিন ৭ হাজার টাকা নেয় তবে সে কোন নিউজ করেনি। আমার নিকট থেকে সাংবাদিকের কার্ড দেবে বলে ২৫শ টাকা এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য করে দিবে বলে ৫শ টাকা নিয়েছে আল আমিন। খোঁজ নিয়ে জানা গেছে ২০১৯ সালে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিকাশ বদ্ধের ২টি মোবাইল চুরি করার মধ্য দিয়ে অপরাধ জগতে আলোচনায় আসে আল আমিন । এরপর ২০২০ সালে খলিষখালি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর সবুর সরদার ও তার স্ত্রী বিউটি বেগমকে মারপিট করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলাও হয়। ঐ বছর আল-আমিন হিন্দু বিধবা মহিলাকে বিবাহ করে। যেটি নিয়ে পাটকেলঘাটা থানায় একাধিকবার সালিশ হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে নানান প্রতারণা করে আসতেছে সে। এমনকি এলাকার সম্মানি ব্যাক্তিরাও তার কাছে জিম্মি হয়ে পড়েছে। কিছুদিন আগে প্রশাসন মাদকের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে অপরাধীদের সাথে চক্রন্ত করে ভুয়া দৈনিক সোনার বাংলাদেশ নামে স্বঘোষিত সম্পাদক হয়ে ভুয়া নিউজ করা শুরু করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics