শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইগাছার গদাইপুর ইউনিয়নের চরকান্দা (চরমলই) মোড়ে সৌরভ নার্সারীর সামনে হতে ২৩ জুলাই (শনিবার) সকাল আটটার সময় একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা যায়। সাতক্ষীরার রাজার বাগান এলাকার মৃত আহাদ আলীর ছেলে সাঈদ মাহমুদ (৩৫) নার্সারীর চারা ক্রয় করতে মোটরসাইকেল যোগে পাইকগাছার গদাইপুরে আসেন। চারা ক্রয় করার লক্ষ্যে গদাইপুর মেইন রোড সংলগ্ন চরকান্দা (চরমলই) মোড়ে সৌরভ নার্সারীর সামনে রোডের পাশে মোটরসাইকেলটি রেখে চারা দেখার জন্য সৌরভ নার্সারীর ভিতরে প্রবেশ করেন। চারা দেখে বাইরে এসে দেখেন রেখে যাওয়া মোটরসাইকেলটি সেখানে নেই। তৎক্ষণাৎ আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।গাড়িটির রেজিঃ নং সাতক্ষীরা -ল -১২ -৩৫২৫,ইন্জিন নং-C1F7258878, চেচিস নং-MD624HC10H2F67711 সিসি-১৫০,রং-লাল।এ ব্যাপারে গাড়ির মালিক থানায় অভিযোগ করেছেন। পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান,থানায় অভিযোগ হয়েছে গাড়িটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics