Daily Frontier News
Daily Frontier News

পশ্চিম বাংলার বিধান সভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হতে চলেছে কৃষ্ণ কল্যাণী।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

সব ঠিকঠাক থাকলে আগামী দিনে পশ্চিম বাংলার বিধান সভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হতে চলেছে রায়গঞ্জের বিজেপির বিধায়ক বর্তমানে তৃনমূল দলে যোগ দেওয়া বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী। তিনি সাবেক নদীয়া জেলার উত্তর কৃষ্ণনগরের বিজেপির বিধায়ক এবং সাবেক তৃনমূল দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী বর্তমানে তৃনমূল দলে যোগ দেওয়া বিধায়ক মুকুল রায়ের যায়গা পেতে চলেছে। কারণ মুকুল রায় তিনি পশ্চিম বাংলার বিধান সভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান যখন ছিল তখন তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এনে তাকে বিধায়ক পদ খারিজ করে দিতে বলেন বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী কে। কিন্তু মুকুল রায়ের সদস্য পদ খারিজ নিয়ে মোট ১২,বার, শুনানি হয়। কিন্তু সব পক্ষের বক্তব্য শোনার পর মুকুল রায়ের বিধান সভার সদস্য পদ খারিজ করে দেন নি স্পিকার বিমান ব্যানার্জী। অবশেষে মুকুল রায় বিধান সভার সব কমিটি থেকে পদত্যাগ করেন। তার পর বিজেপির বিধায়ক ও বর্তমানে তৃনমূল দলের নেতা রায়গঞ্জ এর এম এল এ কৃষ্ণ কল্যাণী দেখা করেন বিমান ব্যানার্জী র সাথে এবং সব ঠিকঠাক থাকলে আগামী দিনে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য কৃষ্ণ কল্যাণী কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চলেছে।।

Daily Frontier News