শফিকুল ইসলাম ঃ
জেলা নরসিংদী ২৩শে আগষ্ট ২০২২ খ্রিঃ পলাশ থানার অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশে এসআই/শাহ আলম, এসআই/আব্দুল্লাহ আল মামুন, এএসআই/মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৫(পঁচিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনের একটি প্রাইভেট কার সহ ব্রাহ্মনবাড়ীয়া থেকো ঢাকা যাওয়ার পথে পলাশ থানাধীন বাঘাব সাকিনস্থ অঞ্জনের দোকানের সামনে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ নাঈম(২৬) পিতা-সিরাজ মিয়া সাং-উত্তর চন্দন থানা-পলাশ জেলা-নরসিংদী, ২। মোঃ আরমান হোসেন(১৬) পিতা-মৃত তৈয়ব আলী সাং-মহেশপুর থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদের গ্রেফতার করেন।
পলাশ থানা পুলিশের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics