জামাল উদ্দিন স্বপন সংবাদদাতা :
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী ঘরানার একাধিক প্রার্থী । উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পকেট কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু পদের ভারে বেসামাল হয়ে গেছেন । বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের মারধর করেও থামাতে না পেরে শেষতক বহিষ্কার পত্র জারি করেছেন । এর আগেও ইউপি নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করে কিছুদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহারও করেছেন । আবার অনেক বিদ্রোহীকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকীয় পোস্ট দিয়ে পুরুস্কৃতও করেছেন । সুতরাং উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার বহিষ্কার খেলাকে হাস্যরসই মনে করছেন ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics