Daily Frontier News
Daily Frontier News

পচা মরিচের সঙ্গে রং মিশিয়ে প্রক্রিয়াজাত, জরিমানা তিন লাখ

 

 

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ

 

চট্টগ্রামে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পচা ও নষ্ট মরিচের সঙ্গে রং মিশিয়ে প্রক্রিয়াজাত করার অপরাধে আলম ক্রাসিং মিলকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ২০ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হলেও মঙ্গলবার (৪ জুলাই) জরিমানা আদায় শেষে ক্রাসিং মিলটি খুলে দেওয়া হয়।

একই সঙ্গে বক্সির হাটে মূল্যতালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার এবং কোতোয়ালি এলাকার দুটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে অংশ নেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

এ বিষয়ে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা কোরবানির ঈদের আগে ২০ জুন খাতুনগঞ্জের একটি মরিচ-মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছিলাম। অভিযানে রং দিয়ে ভেজাল মসলা তৈরির প্রমাণ পাওয়ায় আমরা ক্রাসিং মিলটি সিলগালা করে বন্ধ করে দিই। আজ (মঙ্গলবার) সকালে অধিদপ্তর কার্যালয়ে প্রতিষ্ঠানটির মালিকের উপস্থিতিতে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকা নিয়ে ক্রাসিং মিলটি খুলে দেওয়া হয়।

Daily Frontier News