সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি, দোকানপাট ও মন্দিরে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের শহীদ রফিক সড়কের পাশে এই মানবন্ধনের আয়োজন করা হয়। আধাঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম খান এবং জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সোলায়মান খান।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। কিন্তু কোন ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। এটা কিসের আলামত? নাকি সরকার দলের আশ্রয়ে প্রশ্রয়ে এসব হচ্ছে? এসব ঠেকাতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।
মানববন্ধনশেষে জেলা জাসদ কার্যালয়ে জাসদের প্রতিষ্ঠাতা শহীদ বীর মু্ক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৪৬তম হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলা জাসদ আয়োজিত এই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি সালাম আহমেদ এবং সাধারণ সম্পাদক ইকবাল খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের জাসদ, জেলা যুবজোট সাধারণ সম্পাদক সোলায়মান খান, জেলা ছাত্রলীগের সভাপতি নাজিবুল হক খান অনন্ত , কৃষকজোট, শ্রমিকজোট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেনারেল জিয়ার নির্দেশে বিশেষ কোর্টমার্শাল স্থাপন করে প্রহসনমূলক বিচারের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহের বীর উত্তমকে হত্যা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের শপথ নেন তারা।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics