নড়াইলে লোহাগড়া উপজেলার দিঘুলিয়ার সাহাপাড়ায় হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা,ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল—–জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর ।।
ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. দেশে হিন্দুদের উপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার হয়না বলেই বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: জাসদ
নড়াইলে লোহাগড়া উপজেলার দিঘুলিয়ার সাহাপাড়ায় হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা-ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর ১৭ই জুলাই ২০২২ই রবিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে সমাবেশ এবং সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল করে।
. জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ ঢাকা মহানগর পূর্ব কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
. উক্ত সমাবেশে বক্তারা বলেন, অতীতে হিন্দুদের উপর হামলার কোনো ঘটনার বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায়, হিন্দুদের উপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাহারা বলেন, হিন্দুদের হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিনত হয়েছে। তাহারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা নিজেরাই হিন্দুদের উপর হামলার মত জঘন্য অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পরছে। তাহারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, হিন্দুদের উপর হামলাকারীদের দল এবং সরকার-প্রশাসনের ছাঁয়ার নীচে থেকে বের করে দিতে হবে। হিন্দুদের উপর হামলাকারীদের মূখ না দেখে, দল না দেখে অপরাধীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাহারা আরও বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কখনই সাম্প্রদয়িকতার সাথে আপস করবে না। জাসদ অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরের মতই প্রতিবাদে প্রতিরোধে সোচ্চার থাকবে।
. প্রতিবাদ সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করে।
বার্তায়
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics