Daily Frontier News
Daily Frontier News

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক

 

বিশেষ প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

তিনি বলেন,বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া উঠতি বয়সের ২৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে সেনবাগ পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Daily Frontier News