Daily Frontier News
Daily Frontier News

নিয়মনীতি ছাড়াই নাঙ্গলকোটে ছাত্রলীগ কমিটি ক্ষুব্ধ পদবঞ্চিতরা

 

 

স্ট্যাফ রিপোর্টারঃ-

 

 

শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই স্লোগানের মধ্য দিয়ে গৌরব ঐতিহ্য ও অতীতের সম্মানের জন্য সুনামসহ অনেক অর্জন রয়েছে এই সংগঠনটির।
ছাত্রদের অধিকার আদায়ে এই সংগঠনের মূল কাজ হলেও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ ভুলতে বসেছে এই ছাত্রলীগের মূলনীতি।
সম্প্রতিক কলেজ ও পৌরসভার ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি করায় দুইগ্রুপ সৃষ্টি। নতুন নতুন করে দ্বন্দ্বে গ্রুপগুলো।
কয়েক মাস ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ায় সরকারি কলেজ ও পৌরসভার অতীতের কমিটি ভেঙ্গে নতুন কমিটি অনুমোদন দিতে হলে কেন্দ্রীয় কমিটির অনুমতি নিতে হবে।
কিন্তু সম্প্রতি নাঙ্গলকোটে কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই গত ৩১ জুলাই নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের ও পৌরসভা নতুন কমিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আংশিক কমিটি অনুমোদন দেয়।
আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করার সাথে সাথেই অনেক ছাত্রলীগ নেতা ক্ষুব্দ। নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।
এই নিয়ে কলেজসহ উপজেলা চত্বরে প্রতিবাদ মিছিল করেন পদবঞ্চিত কলেজ ও পৌরসভা
ছাত্রলীগ নেতাকর্মীরা।

হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- অনিয়ম কি হয়েছে? সবকিছু মন্ত্রী জানে।

সাবেক সভাপতি ও নবগঠিত পৌরসভা সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক বলেন আমাদের জেলা কমিটিই নাই, তারা কিভাবে কমিটি দেয়? এটা ছাত্রলীগের নিয়মনীতির মধ্যে পড়ে না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- আমরা দিয়েছি কে বলেছে? আমাদের কাছে আপনাদের স্বাক্ষরিত প্যাড আছে বল্লে তিনি বলেন, আপনি এটা কোথায় পেয়েছেন?
অবশেষে বলেন- আমরা কমিটি অনুমোদন দেই নাই!

Daily Frontier News