Daily Frontier News
Daily Frontier News

নির্বাচনী পর্যবেক্ষক সাংবাদিকের উপরে হামলা করে চেয়ারম্যান টেঁটা দেলোয়ার। কে এই টেটা দেলোয়ার ?  নুরালাপুর নির্বাচনী এলাকায়—

 

ক্রাইম রিপোর্টার :

 

আসন্ন মাধবদী নুরলাপপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চরদীগলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন ওরফে টেডা দেলোয়ার মাধবদী শহরের আতঙ্ক নির্বাচনকে সাংঘর্ষিক করতে সে তার এলাকা থেকে শতশত টেটা যুদ্ধা নিয়ে নুরালাপুর নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন বলে গোপন সূত্রে জানা গেছে।গত: ১৫ মার্চ রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় নূরালাপুর ইউনিয়নের জোয়রাকান্দা নৌকা মার্কা প্রদান কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে চরদীগলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন তার সাথে দেখা হয় নৌকার প্রধান নির্বাচনী কেন্দ্র নুরালাপুর জোয়েরাকান্দায়। সাংবাদিকরা জানতে চাইলে যে আপনি বহিরাগত এইখানে কি করেন ততক্ষণ চটকে যায় তারপর সাংবাদিকদের উপর চড়াও হয়ে সে বলে আপনারা কত বড় সাংবাদিক আমাকে চিনোস না আমি কে ধর শালা গরে শিক্ষা দিয়ে দে জীবনের জন্য ভুয়া সাংবাদিক বলে গালি দিয়ে হামলা করে এবং তার সাথে থাকা সন্ত্রাসী টেটা যোদ্ধাগণ উপস্থিত সাংবাদিকদের কে কিল ঘুষি লাথি মেরে আঘাত করে এবং হেনস্থা করে আর সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা, টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের সাথে অসাধু আচরণ করেন এতে দৈনিক দেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুস সালাম আহত হব বলে জানা যায় । চরদীগলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার একাধিক মামলার আসামি, ওরুফে টেটা দেলোয়ার নুরালাপুর নির্বাচনী এলাকায় কেন জনগণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানতে চায়?উক্ত ঘটনায় পর সাংবাদিকরা মাধবদী থানায় আসে এবং ঘটনাটি খুলে বললে ওসি রকিবুজ্জামান নরসিংদী রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেন। তারপর সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে নির্বাচনী রিটার্নিং অফিসার জাকির মাহমুদ নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। উক্ত ঘটনায় সারাদেশের সাংবাদিক মহলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দার ঝড় উঠেছে। শীঘ্রই এই টেটা চেয়ারম্যান কে নুরালাপুর থেকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।সাংবাদিক নির্যাতন বন্ধ কর সাংবাদিক নির্যাতন বন্ধ কর সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও মুচড়ে দাও।

Daily Frontier News