মোঃ আব্দুল হান্নানঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ ২৮ জুলাই ২০২২ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সহ ৮ গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন,জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিলু মেম্ভারের ছেলে আরজান মিয়া।তার বিরোদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানার জি,আর ৯০/১৮ মাদক মামলার ১০ বছরের সাজা রয়েছে।আরজান এতদিন পলাতক ছিলেন।তাছাড়াও বুড়িশ্বর ইউনিয়নের প্যাচা বাড়ির মৃত ফালান ফকিরের ছেলে সিআর-৮১/২২ মামলার আসামী লিয়াকত আলী, ও সাদ্দাম মিয়া, সিআর২৩৯/২২ মামলার আসামী হালিমা বেগম, স্বামী-মইন উদ্দিন, সাং-ধরমন্ডল, সিআর-৬৫/২২ মামলার আসামী মোশারফ হোসেন, পিতা-মৃত রইছ আলী, মাসুক মিয়া, পিতা-মৃত রমজ আলী,হুসনা বেগম, স্বামী-মর্তুজ আলী, মগবুলপুর,ও সিআর ৩২২/২০ মামলার আসামী নাসিমা বেগম, স্বামী-রাজিব মিয়া, সাং-নুরপুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে নাসিরনগর থানা পুলিশ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics