মোঃ আব্দুল হান্নান,
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ-
সি,এন,জি কেনার জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবীকৃত ২ লক্ষ টাকা পরিশোধ করতে না পারায় মাথায় স্বামীর ধারালো দায়ের কুপে মাকসুদার মাথায় ১৪ টি সেলাই লাগে ত্ছাড়াও শ্বশুর শ্বাশুরী আর দেবরের গণপিটুনীতে মারাত্বক আহত হয়েছে মাকসুদা নামের এক সন্তানের জননী নামের এক গৃহবধু।বৃহস্পতিবার ওই ভিকটিম মাকসুদা বেগম বাদী হয়ে স্বামী সহিদ মিয়া,শ্বশুর জজ মিয়া,শ্বাশুড়ী আম্বিয়া বেগম ও দেবর মাফুজ মিয়া, হাফিজ মিয়াকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালতে মামলা দায়ের করলে,আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলা সুত্রে জানা গেছে,আশুরাইল গ্রামের সিএনজি চালক মোঃ কামাল মিয়ার মেয়ে মাকসুদা বেগমকে গত ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের কোনা পাড়ার জজ মিয়ার ছেলে মোঃ সহিদ মিয়ার সাথে ২ লক্ষ ৩০ হাজার টাকার দেনমোহর ধার্য্য করে বিয়ে দেন।বিয়ের পর কিছু দিন যেতে না যেতেই মাকসুদাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে।দিন যত যা মাকসুদার উপর যৌতুকের চাপ তত বাড়তে থাকে।
গত ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে আবারো শ্বশুর বাড়ির লোকজন মিলে সিএনজি কেনার জন্য মাকসুদার কাছে ২ লক্ষ টাকা দাবী করে মাকসুদার স্বামী ও তার পরিবারের লোকজন।যৌতুকের টাকা প্রদানে ব্যর্থ হওয়ায় মাকসুদার উপর চলে নির্মম নির্যাতন।পরে মাকসুদাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শেষে আদালতে মামলা দায়ের করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics