Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ পালিত হয়েছে।
রবিবার ২৬ জুন উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ” “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, ডাঃ মহিউদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, মহিলা নেত্রী সৈয়দ হামিদা লতিফ পান্না, সাখাওয়াত হোসেন, কামরুল হুদা প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাসিরনগর থেকে সুজিত কুমার চক্রবর্তী এর পাঠানো তথ্য ও চিত্র।

Daily Frontier News