Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩, এলাকায় উত্তেজনা বিরাজ

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুর (২৭) এপ্রিল নাসিরনগর কলেজমোড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল ২৬ এপ্রিল চাতলপাড় থেকে আসার সময় হুমকি দেয় উপজেলা ম্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শাহআলম পাঠানকে। হুমকীর বিষয়টি তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের জানানোর পর বিএনপির নেতাকর্মীরা দলীয় অফিসে এসে প্রতিবাদ করে। এ সময় উভয় পক্ষ মুখমুখী অবস্থান নেয় এবং রাতভর চলে মহড়া। পরের দিন দুপুরে দাঁতমন্ডল গ্রাম থেকে অনুষ্ঠান করে নাসিরনগর ফেরার পথে কলেজমোড় আসলে উপজেলা বিএনপির সভাপতির পক্ষের লোকজন হামলা করে একরারুজ্জামানের লোকদের উপর। এসময় দুই দলের তিনজন আহত হয়।
আহতরা হলো- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো রায়হান ও সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইসমাইল।গুরুত্ব আহতদের জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. এম এ হান্নান বলেন, আমাদের বিএনপির মধ্যে কোন বিরোধ নেই। ছাত্রদলের পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হত পারে বলে তার ধারণা। থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, পরিবেশ শান্তি রয়েছে।

Daily Frontier News