Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬জন আসামী করে মামলা

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় মিথ্যা তথ্যাদি প্রচারকারী ৬ জনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।
নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পুজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী গত ১৯ মে ২০২৩ খ্রিঃ আইডির অপব্যবহারের মাধ্যমে ভুল, ভূয়া ও কমেন্টসহ মিথ্যা তথ্যাদি প্রচারের অপরাধে ১। সানজিদা ফেরদাউস ২। নিলয় চক্রবর্তী ৩। Tania Tabassum (সেহজাদী) ৪। Narendra Nath Majumdar ৫। Shri Ajay Datta ৬। একুশে সংবাদ ডটকম নাসিরনগর উপজেলা প্রতিনিধি সহ গং ৪/৫ জন অজ্ঞাত নামে আসামী করে নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে প্রকাশ, আসামী গণ সমাজ বিরোধী, নিজের আইডির অপব্যবহার মাধ্যমে ভুল,ভূয়া, ডকুমেন্টসহ সরকার বিরোধী, মিথ্যা তথ্যাদি প্রচার, অন্যের মানহানিকর, আইন অমান্য কারী ব্যক্তি। গত ১৬ মে একুশে সংবাদ ডটকম নিউজ পোর্টালে ” নিজ দলীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে জুতাপিটা করলেন এম পি ” শীরনামে মিথ্যা ও অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। তাছাড়াও প্রত্যেক আসামীগণ স্থানীয় এম পি ও বাদীকে নিয়ে বিভিন্ন শীরনামে ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ করে এম পি মহোদয়ের সম্মানহানী করেন। এ ব্যাপারে নির্মল চন্দ্র চৌধুরী বাদী হয়ে নাসিরনগর থানায় সাধারণ ডাইরি নং- ১৩৯৮ তাং১৯/০৫/২০২৩ অভিযোগ দায়ের করেন।

Daily Frontier News