মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে পরিচালিত মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের নামে ৬০০ শতক শিক্ষক শিক্ষিকার বকেয়া সম্মানি, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আসবাবপত্র ক্রয় বাবদ প্রায় ১ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সমাজ প্রগতি সংস্থা নামের একটি এনজিও। ২০২২ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক শিক্ষিকাদের ৫ মাসের বকেয়া বেতন বাড়ি ভাড়া ও বিদ্যুৎ পরিশোধ না করেই গা ঢাকা দিয়েছেন এনজিও সংল্লিষ্ঠ ব্যক্তিরা। বুধবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভোক্তভোগিদের পক্ষে তানভীর নামে এক শিক্ষক লিখিত অভিযোগ করেছেন।
তানভীরের অভিযোগে জানাগেছে ২০২১ সালের ৮ ডিসেম্বর উক্ত প্রকল্পের আওতায় বয়স্কদের শিক্ষা দানের জন্য নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০০ কেন্দ্রে ৬০০ শিক্ষক শিক্ষিকা ১৫ জন সুপার ভাইজার নিয়োগ দেওয়া হয়। তাদের মেয়াদকাল ছিল প্রশিক্ষন থেকে শুরু করে ৬ মাস। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় পার্শ্ববর্তি সরাইল উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ প্রগতি নামের একটি এনজিও। প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক শিক্ষিকাদের ১ মাসের বেতন পরিশোধ করে ৫ মাসের বকেয়া বেতন ভাতা গুলোর জন্য শিক্ষক ও সুপার ভাইজেরদের কাছ থেকে নেয়া হয় অগ্রিম স্বাক্ষর।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে কেন্দ্রের ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, শিক্ষার্থীদের জন্য ছাটাই, বøাক বোর্ড, প্রতি কেন্দের জন্য ৬০টি করে কলম, ডাস্টার, খাতা, রেজিস্টার খাতা, ক্রয় বাবদ অর্থও পরিশোধ করেনি এনজিও সংশ্লিষ্টরা।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সুপার ভাইজার মোঃ আব্দুল হাই জানান, প্রকল্পের মেয়াদ শেষে তারা চলে গেছে। তাদের সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ রিপাত আমিনের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন শিক্ষক ও সুপাই ভাইজেরদের বেতন ভাতার দায়িত্ব সমাজ প্রগতি সংস্থার। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যাচ্ছে না। বিষয়টি হেড অফিস অবগত রয়েছেন। তিনি বলেন বিষয়টি নিয়ে জেলা অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আরো বলেন আমার প্রকল্পের মেয়াদ শেষ হওয়া আমি সেখান থেকে চলে এসেছি।
সমাজ প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক শফিউল আলমের মোবাইল ফোনে একাদিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাসিরনগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক একেএম বজলুর রশিদ তালুকদার বলেন, নাসিরনগরে শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা সহ বিভিন্ন কার্যক্রমের টাকা না দেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics